তিন বছরের শিশুকে ধর্ষণের পর খুন, যৌনাঙ্গে মিলল ১০ সেন্টিমিটার কাঠের টুকরো
গুরুগ্রাম: এবার ৩ বছরের এক শিশুকে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটল। সোমবার সকালে গুরুগ্রামের গুগা কলোনিতে একটি ঘর থেকে শিশুটির বিবস্ত্র দেহ উদ্ধার হয়। রবিবার তাকে খুন করা হয়। শিশুটির যৌনাঙ্গ থেকে উদ্ধার হয়েছে ১০ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি কাঠের টুকরো। সারা দেহে অজস্র ক্ষত চিহ্ন। দেহ উদ্ধারের সময় দোকানের মেঝেতে পড়েছিল চাপ চাপ রক্ত।
জানা গেছে, রবিবার শিশুটি নিজের বাড়ির সামনে বন্ধুদের সঙ্গে খেলছিল। সেই সময় অভিযুক্ত সুনীল কুমার (২০) তাকে চকোলেটের লোভ দেখিয়ে ডেকে নিয়ে যায়। শিশুটির অন্য বন্ধুরা তার বাড়িতে খবর দেয়। রাত পর্যন্ত শিশুটি না ফেরায় ওই দিন রাতে থানায় অভিযোগ জানায় পরিবারের লোকরা। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেরার ধর্ষণের কথা শিকার করেছে সুনীল কুমার। উত্তরপ্রদেশের মথুরার বাসিন্দা সুনীল পেশায় শ্রমিক। গত সপ্তাহে মা ও দুই বোনকে নিয়ে গুঁরগাওতে আসে।
Gurugram: Naked body of a 3-year-old girl was found in Sector 66 today. She was missing since 11 am yesterday. Police investigation underway. #Haryana
— ANI (@ANI) 12 November 2018
পুলিশ কমিশনার (ক্রাইম) শামসের সিংহ জানান, চকোলেটের লোভ দেখিয়ে শিশুটিকে দোকান ঘরের মধ্যে ডেকে নিয়ে যায় সুনীল। সেখানেই তার উপর যৌন নির্যাতন চালায়। পরে মাথা থেঁতলে খুন করে ফেলে রেখে দিয়ে যায়। এদিন সকাল ৮টা নাগাদ শিশুটির দেহ উদ্ধার করে পুলিশ।
চিকিৎসক দীপক মাথুর জানান, শিশুটির যৌনাঙ্গের ভিতরে রক্তক্ষরণ হয়েছিল ও মাথায় আঘাত ছিল। মাথায় শক্ত কিছু দিয়ে আঘাত করা হয়েছিল। শিশুর কাঁধ, কোমর, বুক ও পিছনে ক্ষত ছিল। যা থেকে পরিষ্কার শিশুটিকে নির্যাতন করে খুন করা হয়েছে।
অভিযুক্ত সুনীল কুমারের বিরুদ্ধে ৩০২ (খুন) পসকো আইনের সেকশন ৬ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। গুরগাঁও চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান শকুন্তলা ঢাল বলেছেন, চলতি বছরে প্রায় ১০৬টি শিশু ও নাবালিকা ধর্ষণের ঘটনা ঘটেছে, যার মধ্যে সেপ্টেম্বর ও অক্টোবরেই ঘটেছে ২০টি ধর্ষণের ঘটনা।