মে দিবসের ছুটি বাতিল বলে ঘোষণা করল ত্রিপুরার বিজেপি সরকার
আগরতলা: আপনারা কি সচিবালয়ের শ্রমিক? আমি কি একজন শ্রমিক? না আমি মুখ্যমন্ত্রী। আপনারা সরকারি ফাইল দেখেন। শিল্প সেক্টরে কাজ করেন আপনারা? না করেন না। তাহলে ১ মে, মে দিবসে ছুটি নেবেন কেন? কী করবেন ছুটি নিয়ে?’ গেজেটেড অফিসারদের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করলেন বিজেপি শাসিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।
গত ৭ নভেম্বরে প্রকাশিত সরকারি ছুটির তালিকা থেকে মে দিবসকে বাদ দিয়েছে ত্রিপুরা সরকার। সেখানে ওই ছুটিকে ‘রেস্ট্রিকটেড হলিডে’র তালিকায় রাখা হয়েছে। যা অনুযায়ী, শুধু শিল্প-সেক্টরের কর্মীরাই এই দিনে ছুটি পাবেন। তবে সরকারি কর্মীরা চাইলে ‘ছুটি নিতেই পারেন’ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তবে সঙ্গে জুড়ে দিয়েছেন সতর্কতা। মুখ্যমন্ত্রী বলেন, আমরা নজর রাখব কারা ছুটি নিচ্ছেন। আর কারা নিচ্ছে না। স্বাভাবিক ভাবেই বিপ্লব দেবের মন্তব্যে ও মে দিবসের ছুটি নিয়ে সরকারি সিদ্ধান্তের জেরে বিতর্কের সৃষ্টি হয়েছে।
Our mission of transforming our beloved #Tripura into a Model State shall be achieved by the tireless efforts of our hardworking men and women.
Inaugurated the Annual General Meeting of the Tripura Pradesh Gazetted Officers’ Sangh in #Agartala today. #TransformingTripura pic.twitter.com/FT1YP15VBo
— Biplab Kumar Deb (@BjpBiplab) 11 November 2018
বিরোধী দল সিপিএম অবিলম্বে ‘নির্দেশ প্রত্যাহারের’ দাবি জানিয়েছে। ১৯৭৮ থেকে রাজ্যে মে দিবসের সরকারি ছুটি দেওয়া হয়ে আসছে বলে জানিয়েছে সিপিএম। এই বিষয়ে কমিউনিস্ট পার্টির লোকসভার সদস্য প্রসাদ দত্ত বলেন, সিটু(দ্য সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন) ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন(আইএলও)-র সঙ্গে জোটবদ্ধ হয়ে ইতিমধ্যেই একটি অভিযোগ দায়ের করা হয়েছে ৷