Friday, April 26, 2024
কলকাতা

‘চাকরি বাতিলের ধারাকে অবৈধ ঘোষণা করা হোক’, হাইকোর্টে মামলা দায়ের করলেন চাকরি খোয়ানো শিক্ষকরা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ওএমআর শিটে কারচুপি থাকায় আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন বহু শিক্ষক। চলতি মাসেই নবম-দশম শ্রেণির ৬১৮ জন শিক্ষক-শিক্ষিকার চাকরির সুপারিশপত্র বাতিল করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। ১৭ নম্বর ধারায় চাকরি বাতিল করা হয়েছিল তাদের। এবার ১৭ নম্বর ধারার বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করলেন হাসানুর জামান-সহ বহু চাকরিহারা শিক্ষক।

আবেদনকারীদের দাবি, এসএসসির ১৭ নম্বর ধারা প্রয়োগের ফলে বহু শিক্ষক-শিক্ষিকা চাকরি হারিয়েছেন। তাই ১৭ নম্বর ধারা অবৈধ ঘোষণা করা হোক।

কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলাটি গৃহীত হয়েছে। এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, রাজ্য সরকারকে এ বিষয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। ৩ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি।