কুন্তলের থেকে নেওয়া ৪০ লাখ টাকা ফেরত দিলেন বনি
কলকাতা ট্রিবিউন ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের থেকে ৪০ লাখ টাকা ধার নিয়েছিলেন টলিউড অভিনেতা বনি সেনগুপ্ত। এরপরে দফারের দফায় ইডি তলব করে বনিকে। অবশেষে জানা গেল কুন্তলের থেকে নেওয়া ৪০ লাখ টাকা ফেরত দিয়ে দিয়েছেন বনি।
সূত্রের খবর, ডিমান্ড ড্রাফটে কুন্তলের অ্যাকাউন্টে টাকা ফেরত দিয়েছেন বনি।
উল্লেখ্য, ইডির কাছে জেরায় বনি জানিয়েছিলেন, তিনি টাকা ফেরত দিয়ে দেবেন। শেষমেশ বৃহস্পতিবার ডিমান্ড ড্রাফটে সেই টাকা ফেরত দিলেন।