শ্রীলেখার শরীরচর্চার ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
কলকাতা: অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে কখনও শুনতে হয় ‘মোটা’, কখনও বা ‘এত তো শরীর চর্চা করেন, কই কমেননি তো একটুও’। তবে কান দিতে নারাজ তিনি। শ্রীলেখার সাফ কথা, ফ্যাট হওয়াতে তাঁর কিছু যায় আসে না। ফিট থাকাটাই আসল। নিজেকে সুস্থ রাখতে ব্যয়াম করেন নিয়মিত। তবে সেটা রোগা হওয়ার জন্য নয়। বুধবার বাড়িতে শরীরচর্চার বিশেষ কসরত ‘প্ল্যাঙ্ক’ করছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই সেই ছবি ভাইরাল হয়েছে।
উল্লেখ্য, রাজ্যে বিধি-নিষেধের জেরে বন্ধ রয়েছে জিম। তাই বাড়িতেই শরীরচর্চা করছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এদিন শরীরচর্চার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে লিখেছেন লিখেছেন, ‘প্ল্যাঙ্কারসয়ারি’! তাঁর সেই ছবিতে মন্তব্যের ছড়াছড়ি। একজন লিখেছেন, ‘কসরতের ভঙ্গিমাগুলোও কি ভয়ানক ‘হট’ রে বাবা!….উরি উরি বাবা… কি দারুণ!’
অভিনেত্রীর দাবি, অনেকেই সাধারণত কয়েক সেকেন্ডের বেশি প্ল্যাঙ্ক করতে পারেন না। আমি টানা দেড় মিনিট এই কসরত করতে পারি। নেটাগরিকদের তোলা প্রশ্নেরও জবাব দিয়েছেন তিনি। বলেছেন, তিনি প্ল্যাঙ্ক করতে পারলেও ‘প্ল্যান’ অর্থাৎ পরিকল্পনার পথে হাঁটেননি কোনও দিন। মনে করেন, ছকে চললে জীবনকে উপভোগ করা যায় না। কিচ্ছু পাওয়াও যায় না।
তবে নেটিজেনদের মধ্যে অনেকেই প্রশ্ন তুলেছেন বর্তমানে কাজকর্ম কিছুই করেন না শ্রীলেখা মিত্র। তাহলে এত বিলাসবহুল জীবনযাপন অতিবাহিত করেন কিভাবে? এ প্রশ্নেরও উত্তর দিয়েছেন অভিনেত্রী। তাঁর মতে, অন্যদের মতো উপার্জনের টাকা জলের মতো অকারণে খরচ করেননি। সঞ্চয় করেছেন। শ্রীলেখার কথায়, বলতে পারেন, এটাই আমার জীবনধারণের সহজ হিসেব।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত দীর্ঘ ৫ বছর ধরে।