Saturday, July 27, 2024
দেশ

করোনার দ্বিতীয় ঢেউয়ে সারা দেশে ৫৯৪ জন চিকিৎসকের মৃত্যু, বাংলায় ২৫

নয়াদিল্লি: করোনা কার্যত থামিয়ে দিয়েছে জনজীবন। করোনার প্রথম ধাক্কায় থেকে দ্বিতীয় ওয়েভ আরও ভয়াবহ। করোনার জেরে দেশজুড়ে লকডাউন। মানুষ ঘরবন্দি জনজীবন করলেও করোনার বিরুদ্ধে একদম প্রথম সারিতে দাঁড়িয়ে লড়াই করছে চিকিৎসকরা। মঙ্গলবার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশানের (IMA) পেশ করা রিপোর্ট অনুযায়ী, করোনার দ্বিতীয় ওয়েভে (Corona Second Wave) দেশে এখনও পর্যন্ত ৫৯৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

রিপোর্টে দেখা যাচ্ছে রাজধানী দিল্লিতে সবচেয়ে বেশি চিকিৎসক মারা গিয়েছেন। সেকেন্ড ওয়েভে দিল্লিতে ১০৭ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এছাড়াও বিহার (৯৬) ও উত্তরপ্রদেশে (৬৭) জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। প্রয়াত চিকিৎসকদের মধ্যে ৪৫ শতাংশ এই ৩ জায়গার।

IMA-এর রিপোর্ট অনুযায়ী, গতবছর থেকে শুরু হওয়া করোনার বিরুদ্ধে লড়াইতে এখনও পর্যন্ত প্রায় ১,৩০০ চিকিৎসকের মৃত্যু হয়েছে।

IMA-র দেওয়া তথ্য অনুযায়ী করোনার দ্বিতায় ঢেউতে রাজ্যগুলিতে চিকিৎসক মৃত্যুর সংখ্যা-

রাজ্য                মৃত্যুর সংখ্যা
দিল্লি                    ১০৭
বিহার                   ৯৬
উত্তরপ্রদেশ          ৬৭
রাজস্থান               ৪৩
ঝাড়খন্ড               ৩৯
অন্ধ্রপ্রদেশ           ৩২
তেলেঙ্গানা          ৩২
গুজরাট              ৩১
পশ্চিমবঙ্গ          ২৫
তামিলনাড়ু          ২১
ওডিশা                 ২২
মধ্যপ্রদেশ           ১৬
মহারাষ্ট্র               ১৭
অসম                  ৮
ছত্তীসগঢ়             ৩
গোয়া                  ২
হরিয়ানা              ৩
জম্মু ও কাশ্মীর    ৩
কর্ণাটক              ৮
কেরালা               ৫
মণিপুর               ৫
পুদুচেরি              ১
পাঞ্জাব                ৩
ত্রিপুরা                ২
উত্তরাখন্ড           ২
অন্যান্য              ১