Saturday, July 27, 2024
কলকাতা

পুরসভায় পদত্যাগপত্র পাঠালেন শোভন চট্টোপাধ্যায়

কলকাতা: মন্ত্রিত্ব আগেই ছেড়েছেন। এবার কলকাতা পুরনিগমের মেয়র পদ থেকেও ইস্তফা দিলেন শোভন চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে শোভন চট্টোপাধ্যায় তাঁর নিরাপত্তারক্ষীর মাধ্যমে কলকাতা পুরসভায় ইস্তফাপত্র পাঠিয়ে দিলেন। কলকাতা পুরনিগমের চেয়ারপার্সন মালা রায়ের কাছে ইস্তফাপত্রটি জমা পড়ে বলে জানা গেছে।

সূত্রের খবর, শোভন চট্টোপাধ্যায়ের অনুপস্থিতিতে বর্তমানে শোভনবাবুর দুটি দপ্তর এখন ফিরহাদ হাকিমের অধীনে। শোভন চট্টোপাধ্যায়ের ছেড়ে যাওয়া কলকাতা কর্পোরেশনের মেয়র পদে ফিরহাদ হাকিমের অভিষেক এক কথায় নিশ্চিত। তাই সবকিছু চিন্তা করেই এবার রাজ্যের মন্ত্রীসভায় নতুন মুখ আনার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আপাতত দমকল মন্ত্রকের দায়িত্বে বিধাননগরের বিধায়ক সুজিত বসুর নাম প্রকাশ্যে আসছে। পাশাপাশি পদোন্নতি লাভ করে নতুন পদে আসীন হতে পারেন কলকাতা কর্পোরেশনের মেয়র অতীন ঘোষ।

সূত্রের খবর, বর্তমান পরিস্থিতি সামাল দিতে কলকাতা পৌরনিগমের মেয়র পদে কোন অভিজ্ঞসম্পুর্ন ব্যক্তিকে চাইছেন দলনেত্রী। সেক্ষেত্রে দীর্ঘদিন কাউন্সিলর হিসেবে কাজ করায় ববি হাকিমের নাম এগিয়ে রয়েছে। যদিও এই ভাবনাকে বাস্তবে রুপ দিতে পুরনিগম আইনে বদল ঘটাতে তৎপর রাজ্য সরকার।