Monday, September 16, 2024
দেশ

মধ্যপ্রদেশে স্কুলভ্যান-বাস সংঘর্ষে মৃত ৭ পড়ুয়া সহ ভ্যানচালক

ভোপাল: মধ্যপ্রদেশের সাতনায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাল ৭ স্কুল পড়ুয়া। প্রাণ গিয়েছে স্কুলভ্যানের চালকেরও। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। ঘটনার খবর পেয়েই দুর্ঘটনাস্থলে ছুটে যান জেলাশাসক রাহুল জৈন। তাঁর তদারকিতে উদ্ধারকার্য আরও দ্রুত হয়।

সাতনার পুলিশ অফিসার সন্তোষ সিং গৌড় জানিয়েছেন, একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি স্কুলভ্যানের। মর্মান্তিক দুর্ঘটনায় স্কুলভ্যানে সফররত কমপক্ষে ৭ স্কুল পড়ুয়ার মৃত্যু হয়েছে। মারা গিয়েছে ভ্যানের চালকও। হতাহতরা সবাই সাতনার লাকি কনভেন্ট স্কুলের ছাত্রছাত্রী।

এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি জানান, সাতনার দুর্ঘটনার খবর পেয়ে মর্মাহত। মৃত শিশুদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। প্রশাসন প্রয়োজনীয় নির্দেশিকা জারি করেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। টুইট বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, সাতনায় ওই দুর্ঘটনার খবর শুনে খুবই খারাপ লাগছে। শোকাহত পরিবারগুলির প্রতি সমবেদনা জানাচ্ছি।