সাতসকালে অনন্তনাগে এনকাউন্টারে খতম ৬ জঙ্গি
অনন্তনাগ: ফের উপত্যকায় বড়সড় সাফল্য ভারতীয় সেনার। শুক্রবার ভোররাতে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার বিজভেরার সেকিপোরা এলাকায় নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের গুলির লড়াইয়ে খতম হল ছয় জঙ্গি। উদ্ধার হয়েছে বেশকিছু অস্ত্র ও বিস্ফোরক। তল্লাশি অভিযান এখনও চলছে।
প্রতিরক্ষা দফতরের মুখপাত্র রাজেশ কালিয়া সংবাদমাধ্যমে জানিয়েছেন, ভারতীয় সেনার ৩ রাষ্ট্রীয় রাইফেল ও কাশ্মীর পুলিশের জঙ্গিদমন শাখা যুগ্মভাবে এই অপারেশন চালাচ্ছে। অপারেশন এখনও চলছে। এখনও পর্যন্ত ৬ জঙ্গি নিকেশ হয়েছে। নিহত জঙ্গিদের কাছ থেকে প্রচুর পরিমাণে গুলি ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।
#JammuAndKashmir: Six terrorists have been killed in the encounter which started this morning in Sekipora area of Bijbehara in Anantnag district. Arms and ammunition have recovered. Operation is underway. (visuals deferred by unspecified time) pic.twitter.com/i4nywaW3fm
— ANI (@ANI) November 23, 2018
এর আগে গত বৃহস্পতিবার কুলগামে সেনা ক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা। গোলাগুলির মধ্যে পড়ে এক সাধারণ নাগরিক আহত হন। মঙ্গলবার সোপিয়ানের নদিগাম গ্রামে সেনা-জঙ্গি লড়াইয়ে একজন জওয়ান ও চারজন আতঙ্কবাদীর মৃত্যু হয়েছে। গত কয়েকমাস ধরেই দক্ষিণ কাশ্মীর উপত্যকায় হিংসার ঘটনা বৃদ্ধি পেয়েছে।