Wednesday, October 9, 2024
দেশ

সাতসকালে অনন্তনাগে এনকাউন্টারে খতম ৬ জঙ্গি

অনন্তনাগ: ফের উপত্যকায় বড়সড় সাফল্য ভারতীয় সেনার। শুক্রবার ভোররাতে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার বিজভেরার সেকিপোরা এলাকায় নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের গুলির লড়াইয়ে খতম হল ছয় জঙ্গি। উদ্ধার হয়েছে বেশকিছু অস্ত্র ও বিস্ফোরক। তল্লাশি অভিযান এখনও চলছে।

প্রতিরক্ষা দফতরের মুখপাত্র রাজেশ কালিয়া সংবাদমাধ্যমে জানিয়েছেন, ভারতীয় সেনার ৩ রাষ্ট্রীয় রাইফেল ও কাশ্মীর পুলিশের জঙ্গিদমন শাখা যুগ্মভাবে এই অপারেশন চালাচ্ছে। অপারেশন এখনও চলছে। এখনও পর্যন্ত ৬ জঙ্গি নিকেশ হয়েছে। নিহত জঙ্গিদের কাছ থেকে প্রচুর পরিমাণে গুলি ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার কুলগামে সেনা ক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা। গোলাগুলির মধ্যে পড়ে এক সাধারণ নাগরিক আহত হন। মঙ্গলবার সোপিয়ানের নদিগাম গ্রামে সেনা-জঙ্গি লড়াইয়ে একজন জওয়ান ও চারজন আতঙ্কবাদীর মৃত্যু হয়েছে। গত কয়েকমাস ধরেই দক্ষিণ কাশ্মীর উপত্যকায় হিংসার ঘটনা বৃদ্ধি পেয়েছে।