অবশেষে স্বস্তি! একধাক্কায় অনেকটা কমল জ্বালানির দাম
নয়াদিল্লি: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হ্রাস পাওয়ায় গত কয়েক সপ্তাহ ধরেই লাগাতার কমেছে পেট্রোল ও ডিজেলের দাম। শুক্রবারে আরও একবার সারা দেশে কমল জ্বালানির দাম। দেশের প্রধান প্রধান শহরগুলিতে প্রায় ৪০ থেকে ৪৪ পয়সা করে কমেছে জ্বালানির দর। একনজরে জেনে নিন আজ শহরগুলিতে পেট্রোল-ডিজেলের দাম।
রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ৭৫.৫৭ টাকা ও ডিজেলের দাম লিটার প্রতি ৭০.৫৬ টাকা। বাণিজ্য নগরী মুম্বাইয়ে পেট্রোলের দাম ৮১.১০ টাকা ও ডিজেলের দাম ৭৩.৯১ টাকা। চেন্নাইয়ে পেট্রোলের দাম ৭৮.৪৬ টাকা ও ডিজেলের দাম ৭৪.৫৫ টাকা। কলকাতায় পেট্রোলের দাম ৭৭.৫৩ টাকা ও ডিজেলের দাম লিটার পিছু ৭২.৪১ টাকা।
Have you checked out the #fuel prices in your city?#Petrol #Diesel #FuelPrices pic.twitter.com/0LLCemr4h7
— moneycontrol (@moneycontrolcom) 23 November 2018
গত অক্টোবর মাসের প্রথমের দিকে জ্বালানির দাম রেকর্ড ছুঁয়েছিল যদিও তার কয়েক সপ্তাহ পর থেকেই ক্রমশ কমেছে দাম। ইরানের তেল রপ্তানির বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কঠোর নিষেধাজ্ঞা প্রয়োগ না করায় ৮টি দেশ ইরান থেকে তেল আমদানি করতে পারবে। এই দেশগুলি হল-ভারত, চিন, দক্ষিণ কোরিয়া, জাপান, তুরস্ক, ইতালি, সংযুক্ত আরব আমিরাত ও তাইওয়ান।