Saturday, May 18, 2024
বিনোদন

করোনামুক্ত হয়েও শেষরক্ষা হল না, প্রয়াত গায়ক অরিজিৎ সিংয়ের মা

কলকাতা: করোনা যুদ্ধে হার মানলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী অরিজিৎ সিংয়ের মা অদিতি সিং কিছুদিন আগেই করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল অদিতি দেবীর। সঙ্গে সঙ্গেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। একমো (ECMO) সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। ১৪ দিন বাদে করোনার রিপোর্ট নেগেটিভ আসে তাঁর। কিন্তু শেষ রক্ষা হলো না মাত্র ৫২ বছর বয়সেই প্রয়াত হলেন তিনি

মাকে চিকিৎসার জন্য জিয়াগঞ্জ থেকে প্রথমে বহরমপুর মাতৃসদন ও পরে কলকাতায় নিয়ে আসেন অরিজিৎ। একমো ভেন্টিলেশনে রাখা হয় অদিতি দেবীকে। ১৭ মে নাগাদ অনেকটাই সুস্থ হয়ে ওঠেন তিনি। করোনা মুক্ত হন। তবে একমো ভেন্টিলেশনে থাকাকালীনই ব্রেন স্ট্রোক হয় তাঁর। শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ধীরে ধীরে অঙ্গ সাড়া দেওয়া বন্ধ হতে থাকে। বুধবার রাত ১১ টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অদিতি দেবী

মায়ের জন্যে প্রয়োজন ছিলো O নেগেটিভ রক্তের। বিরল ব্লাড গ্রুপ হওয়ায় পাওয়া যাচ্ছিল না। তাই সোশ্যাল মিডিয়ায় মায়ের জন্যে রক্ত চেয়ে পোস্ট করেন অরিজিৎ সিং। স্বস্তিকা মুখোপাধ্যায়, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়-সহ আরও অনেকে এগিয়ে আসেন। সৃজিত মুখোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, বিরসা দাশগুপ্ত সহ একাধিক তারকা অবিরত O নেগেটিভ রক্ত চেয়ে পোস্ট শেয়ার করতে থাকেনরক্ত দেওয়ার পর অবস্থার একটু উন্নতিও হয়েছিল। কিন্তু শেষরক্ষা হল না। বুধবার রাতে প্রয়াত হলেন তিনি

বৃহস্পতিবার সকাল ৫ টা নাগাদ পরিবারের সদস্যরা দেহ নিয়ে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হন। অদিতি দেবীর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মাকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছেন গায়ক অরিজিৎ সিং এবং তাঁর বোন অমৃতা।

Published by- Bijoya Roy