সিধু কি পাকিস্তানের নুন খেয়েছে যে গুন গাইছে ?
চুঁচুড়া: চুঁচুড়ার জনসভা থেকে রবিবার কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধুকে তীব্র কটাক্ষ করলেন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং। তিনি বলেন, সিধু কি পাকিস্তানের নুন খেয়েছে যে ওদের গুন গাইছে। পাকিস্তানের জন্য সিধুর এত দরদ উতলে উঠছে কেন?
পাশাপাশি এদিন পুলওয়ামায় জঙ্গি হামলা প্রসঙ্গে রমন সিং বলেন, জঙ্গি হামলার জবাব দিতে পূর্ণ স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে সেনাকে। দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সেই স্বাধীনতা দিয়েছেন। এখন সেনাবাহিনী ঠিক করবে কখন ও কিভাবে জবাব দেবে পাকিস্তানকে।
উল্লেখ্য, পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় ‘বিতর্কিত’ মন্তব্য করায় দ্য কপিল শর্মা শো থেকে বাদ দেওয়া হয়েছে সিধুকে। শুক্রবার জঙ্গি হামলার নিন্দা করে বিবৃতি দেন নভজ্যোত সিধু। সিধু তার বিবৃতিতে বলেন, কতিপয় লোকের জন্যে কি আমরা পুরো জাতিকে দায়ী করতে পারি?
পাকিস্তানের পক্ষে সাফাইয়ের এই বিবৃতির পরই বিভিন্ন সামাজিক যোগাযোগে সিধু তোপের মুখে পড়েন। দ্য কপিল শর্মা শো এবং নভজ্যোত সিং সিধুকে মন্ত্রীসভা থেকে বর্জনেরও দাবি জানানো হয়েছে।