কলকাতা ও পশ্চিমবঙ্গ জঙ্গিদের নিরাপদ আশ্রয়: রমন সিং
কলকাতা: রবিবার দলীয় কর্মসূচিতে কলকাতায় এসে ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং বলেন, বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে ঢুকছে। ভোটার কার্ডে নাম তুলে রাজনীতিতে প্রভাব ফেলছে। রাজ্যে জাল নোটের কারবার চলছে। পশ্চিমবঙ্গ জঙ্গিদের আশ্রয়স্থল হয়ে উঠেছে। এসবে রাজ্যের শাসকদল তৃণমূল সরকারের প্রশ্রয় রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
উল্লেখ্য, ১৫ বছর ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ছিলেন রমন সিং। এদিন তিনি বলেন, পশ্চিমবঙ্গের মানুষ যখন চাইবে তখন তৃণমূল ও কংগ্রেস কিছুই মানবে না। গোড়া থেকেই উপড়ে ফেলে দেবে। তা দেখতে পাবেন ২০১৯-এর লোকসভা নির্বাচনেই।
বাংলায় গণতন্ত্র নেই বলে অভিযোগ করে রমন সিং বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূল বিজেপিকে ভয় পাচ্ছে। আমরা ভয় পায়নি। তৃণমূল ভয় পেয়েছে বলেই অমিত শাহর হেলিকপ্টার নামতে দিচ্ছে না।
রমন সিংয়ের অভিযোগ, ইউপিএ আমলে বিভিন্ন শহরে বিস্ফোরণের ঘটনা ঘটলেও কলকাতা ও পশ্চিমবঙ্গে কিছু হয়নি। তিনি বলেন, কলকাতা ও পশ্চিমবঙ্গ জঙ্গিদের নিরাপদ আশ্রয়।