Sunday, September 15, 2024
Latestদেশ

সন্ত্রাসবাদের অপর নাম পাকিস্তান: মোদী

মুম্বাই: পুলওয়ামার অবন্তীপুরায় সিআরপিএফ কনভয়ে ন্যক্কারজনক জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তান এবং সন্ত্রাসবাদ সমার্থক শব্দে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

শনিবার মহারাষ্ট্রের ইয়াভতমল জেলায় একাধিক প্রকল্পের উদ্বোধন করেন মোদী। এই অনুষ্ঠানে পাকিস্তানকে একহাত নেন তিনি। মোদী বলেন, দেশভাগের পরিণতিতে যে রাষ্ট্রের জন্ম হয়েছে তারা সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত জুগিয়ে আসছে। এই দেশটা এখন দেউলিয়া হওয়ার মুখে দাঁড়িয়ে। সন্ত্রাসবাদের অপর নাম এখন ওই দেশ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপুরায় সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলায় ৪৯ জওয়ান নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জনেরও বেশী।

এই ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এমন হামলার জন্য পাকিস্তানকে চরম জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ভারত।