ফের বড়সড় সাফল্য, সোপিয়ানে এনকাউন্টারে খতম ৬ জঙ্গি
সোপিয়ান: অনন্তনাগের পর এবার সোপিয়ান। রবিবার সাতসকালেই সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে নিকেশ ৬ জঙ্গি। ওই এলাকায় এখনও জঙ্গি লুকিয়ে রয়েছে বলে নিরাপত্তাবাহিনী অনুমান। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তাবাহিনী। ওই এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবাও।
গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সকালে সোপিয়ানের কাপরান বাতাগাও এলাকা ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী। সেনা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দেন জওয়ানরা। গুলির লড়াইয়ে খতম হয় ৬ জঙ্গি। জঙ্গিদের গুলিতে শহিদ হন এক জওয়ান। মৃত জঙ্গিদের কাছ থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে ভারতীয় সেনা।
#JammuAndKashmir: Shopian encounter concludes. Total six terrorists neutralised, one security personnel also died in action. Weapons and warlike stores recovered. pic.twitter.com/RAIm7iw0E1
— ANI (@ANI) 25 November 2018
এর আগে গত ২০ নভেম্বর নদীগাম গ্রামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে ৪ জঙ্গি নিহত হয়। শহিদ হন এক জওয়ান। তারপর থেকেই দক্ষিণ কাশ্মীরের স্পর্শকাতর এলাকাগুলিতে একের পর এনকাউন্টার হয়েছে। চলতি সপ্তাহেই অনন্তনাগে সেনা-জঙ্গি সংঘর্ষে মৃত্যু হয় ৬ জঙ্গির।