সুখবর! একধাক্কায় অনেকটা কমল পেট্রোল-ডিজেলের দাম
নয়াদিল্লি: শনিবারের পরে রবিবারেও ফের কমল পেট্রোল-ডিজেলের দাম। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমায় গত কয়েক সপ্তাহ ধরেই একটানা কমেছে জ্বালানির দাম। রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ৪১ পয়সা কমে আজকের দাম ৭৪.৮৪ টাকা। ডিজেলের দাম কমেছে লিটার প্রতি ৪৬ পয়সা ও আজকের দর ৬৯.৭০ টাকা।
বাণিজ্য নগরী মুম্বাইয়ে পেট্রোলের দাম ৪১ পয়সা কমে আজকের দাম ৮০.৩৮ টাকা। ডিজেলের দাম ৪৯ পয়সা কমে আজকের দাম ৭২.৯৯ টাকা। চেন্নাইয়ে আজ পেট্রোলের দাম ৭৭.৬৯ টাকা ও ডিজেলের দাম ৭৩.৬৩ টাকা। কলকাতা শহরেও কমেছে জ্বালানির দাম। রবিবার কলকাতায় পেট্রোলের দাম ৭৬.৮২ টাকা ও ডিজেলের দাম ৭১.৫৫ টাকা।
আন্তর্জাতিক বাজারে ক্রমশ কমছে অপরিশোধিত তেলের দাম, যা নিয়ে চিন্তায় OPEC অর্থাৎ জ্বালানি রপ্তানিকারী দেশগুলি। উল্লেখ্য, ভারতের মোট জ্বালানি চাহিদার প্রায় পুরোটাই আমদানি নির্ভর। দেশের মোট ব্যবহৃত জ্বালানি তেলের শতকরা ৮০ ভাগই আমদানি করা হয়। গত কিছুদিন যাবত বিশ্ববাজোরে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ক্রমশ কমে যাওয়া এবং মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় টাকার দাম কিছুটা বাড়ায় পেট্রোল-ডিজেলের দাম কমেছে।