সোপিয়ানে এনকাউন্টারে খতম চার জঙ্গি, শহিদ জওয়ান
শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হল ৪ জঙ্গি। সামনেই জম্মু কাশ্মীরের পঞ্চায়েত নির্বাচন। তার আগেই ফের জঙ্গি হানা উপত্যকায়। ভোর রাত থেকে সেনা তাঁবু লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। পালটা আক্রমণ শুরু করে সেনা জওয়ানরা। সংঘর্ষে নিহত হয় চার জঙ্গি। শহীদ হন এক সেনা জওয়ান।
শ্রীনগর বেসড ডিফেন্সের মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেন, এদিন ভোরে পুলিশ, CRPF ও সেনা জওয়ানদের যৌথভাবে তল্লাশি অভিযান চালায় সোপিয়ানের নাদিগাম গ্রামে। সেই সময় জঙ্গিরা তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। যৌথ বাহিনীর পালটা হামলায় নিহত হয় ৪ জঙ্গি। শহিদ হন এক জওয়ান। আহত তিন জওয়ান। এখনও চলছে তল্লাশি অভিযান। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র। খতম হওয়া চার জঙ্গি আল- বদর গ্রুপের সদস্য বলে মনে করা হচ্ছে।
#UPDATE One Army jawan has lost his life in the encounter. https://t.co/2ch1VAqg1q
— ANI (@ANI) 20 November 2018
এর আগে গত রবিবার সোপিয়ানের রেব্বান এলাকায় সেনা-জঙ্গি সংঘর্ষে নিকেশ করা হয় দুই জঙ্গিকে। পাশাপাশি ওই দিনই পুলওয়ামার কাকপোরায় রেলওয়ে কলোনিতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় চন্দ্রিকা প্রসাদ নামে এক CRPF জওয়ানের।