Thursday, December 5, 2024
দেশ

স্বস্তিতে দেশবাসী! আজ ফের কমল পেট্রোল-ডিজেলের দাম

নয়াদিল্লি: মধ্যবিত্তের জন্য সুখবর। মঙ্গলবার ফের দাম কমল পেট্রোল-ডিজেলের। আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম কমায় এবং ডলারের তুলনায় টাকার দামে উন্নতি হওয়ায় দাম কমেছে জ্বালানির। এদিন পেট্রোল ও ডিজেলের দাম কমেছে ১২ থেকে ১৫ পয়সা করে। মঙ্গলবার রাজধানী দিল্লিতে পেট্রোল লিটার প্রতি ১৪ পয়সা কমে আজকের দাম ৭৬.৩৮ টাকা হয়েছে। ডিজেলের দাম কমে হয়েছে লিটার প্রতি ৭১.৩৯ টাকা।

বাণিজ্য নগরী মুম্বাইয়েও পেট্রোলের দাম কমে হয়েছে লিটার প্রতি ৮১.৯০ টাকা। ডিজেলের দাম কমে হয়েছে ৭৪.৬৬ টাকা। চেন্নাইয়ে পেট্রোলের দাম কমে হয়েছে ৭৯.৩১ টাকা। ডিজেল লিটার প্রতি ৭৫.৩১ টাকা। কলকাতায় পেট্রোলের দাম কমে হয়েছে লিটার প্রতি ৭৮.৩৩ টাকা। ডিজেলের দাম কমে হয়েছে ৭৫.৩১ টাকা।

নভেম্বর মাসে এখন পর্যন্ত পেট্রোলের দাম কমেছে লিটার প্রতি ৩ টাকা। অন্যদিকে ডিজেলের দাম কমেছে লিটার পিছু ২ টাকা করে। অক্টোবর মাসের তুলনায় নভেম্বরে আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম প্রায় ২৫ শতাংশ কমেছে। যার ফলে ক্রমশ কমছে পেট্রোল-ডিজেলের দাম।