Sunday, October 6, 2024
দেশ

আব কি বার, ২০০ পার: শিবরাজ চৌহান

ভোপাল: ২০১৯ লোকসভা নির্বাচনের আগে কার্যত সেমিফাইনালই ধরা হচ্ছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনকে। আগামী ১১ তারিখে ফল ঘোষণা করা হবে। নির্বাচন পরবর্তী বেশ কয়েকটি নিউজ চ্যানেলের এক্সিট পোল বিজেপি বনাম কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিতই দিচ্ছে। তবে সেই সব নিয়ে বিশেষ চিন্তিত নন মধ্য প্রদেশের বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

শিবরাজ সিং চৌহান নিশ্চিত, পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের মধ্যপ্রদেশে সরকার গড়ছে বিজেপি। টানা চতুর্থবার রাজ্যে ক্ষমতায় আসছেন তিনি। শনিবার দাতিয়ায় শ্রী পিতাম্বরা মন্দির দর্শনের পর শিবরাজ চৌহান বলেন, আমি সারাদিন জনতার মাঝে কাটাই। আমিই সবচেয়ে বড় ভোট-সমীক্ষক। বিজেপি বিপুল জয় পাবে। বিভিন্ন বুথফেরত ভোটের সম্ভাব্য ফলাফলের গতিপ্রকৃতি সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে সমাজের প্রতিটি অংশের মানুষের আশীর্বাদ পেয়েছি। আমরাই জয়ের রাস্তায় আছি। আত্মপ্রত্যয়ী চৌহান বলেন, অাব কি বার , ২০০ পার অর্থাৎ ২৩০টি আসনের মধ্যে ২০০টি আসনই দখল করবে বিজেপি।

প্রসঙ্গত, শুক্রবার প্রকাশিত বুথফেরত সমীক্ষায় মধ্যপ্রদেশে পালাবদলের ইঙ্গিত দেওয়া হয়েছে। এবিপি আনন্দ লোকনীতি-সিএসডিএস সমীক্ষায় বলা হয়েছে, কংগ্রেস ১২৬টি আসন পেতে পারে এবং বিজেপি ৯৪টি আসন পেতে পারে। রিপাবলিক টিভি-জন কী বাত এক্সিট পোলে বলা হয়েছে, বিজেপি রাজ্যে ১০৮-১২৮টি ও কংগ্রেসকে ৯৫-১১৫টি আসন পেতে পারে।

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস সমীক্ষা অনুযায়ী, কংগ্রেস ১০৪-১২২টি ও বিজেপি ১০২-১২০টি আসন পেতে পারে বলে জানানো হয়েছে। একমাত্র টাইমস নাও-সিএনএক্স এক্সিট পোলে বিজেপি ১২৬টি আসন ঝুলিতে পুরে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে, কংগ্রেস ৮৯টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।