মমতা হিন্দুদের জন্য যা করেছেন অন্য কোনও মুখ্যমন্ত্রী তা করেননি, দাবি অভিষেকের
ডায়মন্ড হারবার: ডায়মন্ড হারবারে নদীপাড় সৌন্দর্যায়ন প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে বিজেপিকে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুধর্মের জন্য যা করেছেন, দেশের কোনও মুখ্যমন্ত্রী তার এক শতাংশও করেননি।
ডায়মন্ড হারবারের সৌন্দর্যায়ন প্রকল্পে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে অভিষেক বলেন, প্রস্তাবিত এই প্রকল্পের জন্য রেল ও সেনাবাহিনীর কিছু জমির প্রয়োজন ছিল। কেন্দ্রীয় সরকারের কাছে জমির আবেদন করা হয়েছিল। কিন্তু অনুমোদন দেওয়া হয়নি। তবে সেকারণে উন্নয়ন আটকে থাকবে না। উন্নয়ন করে আমরা দেখিয়ে দেব।
বিজেপিকে আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, গুজরাটে ৩০০০ কোটি টাকা ব্যয়ে যে মূর্তি তৈরি করেছে, সেই অর্থ দেশের যে ৮০ শতাংশ মানুষ এখনও ঠিকমতো খেতে পায় না তাঁদের দিলে উপকার হত। আমাদের তিন কোটি টাকা দিতে হবে না, ১ কোটি টাকা দিলে আমরা উন্নয়ন করে দেখিয়ে দেব। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমরা কাজ করতে চাই।
অভিষেক বলেন, একটা রাজনৈতিক দল বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তোষণবাদের রাজনীতি করছে। আমি বুক ঠুকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুধর্মের জন্য যা করেছেন, ভারতবর্ষের আরও ২৮ জন মুখ্যমন্ত্রী রয়েছেন, তাঁরা এর এক শতাংশও কাজ করেননি।