বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে ফের ক্ষমতায় ফিরবে বিজেপি: শিবরাজ
ভোপাল: টানটান উত্তেজনার মধ্যে বুধবার মধ্যপ্রদেশে শুরু হয়েছে বিধানসভা ভোটগ্রহণ পর্ব। নিজের কেন্দ্র বুধনিতে ভোট দেওয়ার পর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, আমরা শতভাগ নিশ্চিত যে মধ্যপ্রদেশে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। আব কি বার, ২০০ পার। তিনি আরও বলেন, আমরা ২০০ আসনে জেতার লক্ষ্যমাত্রা স্থির করেছি। সেটাকে বাস্তবে পরিণত করতে আমাদের লাখ লাখ স্বেচ্ছাসেবক কাজ করছে।
মধ্যপ্রদেশে টানা ১৫ বছর ধরে ক্ষমতায় রয়েছে বিজেপি। গতবার রাজ্যের ২৩০টি আসনের মধ্যে ১৬৫টিতে জিতেছিল বিজেপি। পাশাপাশি এই নিয়ে চতুর্থবার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে দাঁড়ালেন শিবরাজ সিং চৌহান। বুথকেন্দ্রে ভোট দিতে যাওয়ার আগে স্ত্রীকে সঙ্গে নিয়ে নর্মদায় পুজো দিতে যান মুখ্যমন্ত্রী শিবারাজ সিং চৌহান।
We have set a target of 200 seats and we are confident that BJP will form government with majority, says Madhya Pradesh Chief Minister Shivraj Singh Chauhan #MadhyaPradeshElections @ChouhanShivraj @BJP4India pic.twitter.com/rjLuM0FUaL
— ET NOW (@ETNOWlive) 28 November 2018
মধ্যপ্রদেশের মত রাজ্যে ক্ষমতা হারালে তা ২০১৯ লোকসভা নির্বাচনের আগে তা জনমানসে বিরূপ প্রভাব ফেলবে। তাই রাজ্যে একাধিক জনসভা করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে বিজেপিকে দমাতে তৎপর কংগ্রেসও। মঙ্গলবার টুইটে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী লিখেছেন, রাজ্যে রাজনীতির ছবিটা বদলের সময় এসেছে। বুধবার সকালে চিন্দওয়ারা কেন্দ্রে ভোট দিলেন কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা কমলনাথ। ভোট দিতে যাওয়ার আগে চিন্দওয়ারার হনুমান মন্দিরে পুজো দিতে যান তিনি।