Friday, April 19, 2024
দেশ

প্রয়াত প্রবীণ অভিনেতা শশী কাপুর

মুম্বাই: বলিউডের প্রবীণ অভিনেতা শশী কাপুর মারা গেছেন। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। বুকে সংক্রমণের কারণে রবিবার রাতে আন্ধেরির কোকিলাবেন আম্বানি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সোমবার বিকাল ৫টা ২০মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ২০১৪ সালে বাইপাস সার্জারির পর থেকেই বক্ষ সংক্রমণজনিত রোগে ভুগছিলেন কিংবদন্তি এই অভিনেতা।

শশী কাপুরের জন্ম ১৯৩৮ সালের ১৮ মার্চ। ১৯৬১ সালে ‘ধর্মপুত্র’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। তিনি অভিনেতা পৃথ্বীরাজ কাপুরের ছেলে। তাঁর পুরো নাম বলবীর রাজ কাপুর। তিনি ১৭৫টির বেশি ছবিতে অভিনয় করেছেন। এ ছাড়া অনেক জনপ্রিয় ছবির প্রযোজক তিনি। অভিনয়ে অসাধারণ অবদান রাখার জন্য ২০১১ সালে শশী কাপুরকে পদ্মভূষণ সম্মাননা দেয়া হয় ও ২০১৫ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার পান।

তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে আছে ‘সিলসিলা’, ‘জুনুন’, ‘কালযুগ’, ‘বিজেতা’, ‘উৎসব’। ১৯৯১ সালে ‘আজুবা’ নামে একটি হিন্দি ছবি পরিচালনা করেন শশী কাপুর। এ ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। এ ছাড়া এই তারকা ১৯৮৮ সালে একটি রাশিয়ান ছবি পরিচালনা করেন।