Friday, April 19, 2024
শিক্ষাঙ্গন

ইতিহাসের আয়নায় 04 ডিসেম্বর

ইতিহাসে 04 নভেম্বর

আজ ভারতীয় নৌ দিবস

1112- ফারসি কাব্য সাহিত্যের অবিস্মরণীয় কবি ওমর খৈয়াম মৃত্যুবরণ করেন।

ওমর খৈয়াম

1791-  লন্ডনের ‘দি অবজার্ভার’ প্রথম প্রকাশিত হয়।

1798-  ইংল্যান্ডে আয়কর প্রবর্তিত হয়।

1829 – রাজা রামমোহন রায়ের ঐকান্তিক প্রচেষ্টায় সতীদাহ প্রথা রদ করেন লর্ড বেন্টিঙ্ক।

লর্ড বেন্টিঙ্ক

1875-  জার্মান কবি রাইনার মারিয়া রিলক জন্মগ্রহণ করেন।

1888 – ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার জন্মগ্রহণ করেন।

রমেশচন্দ্র মজুমদার’

1893-  কবি ও সমালোক স্যার হার্বাট রিড জন্মগ্রহণ করেন।

স্যার হার্বাট রিড

1910 – ভারতের ষষ্ঠ রাষ্ট্রপতি আর বেঙ্কটরাম জন্মগ্রহণ করেন।

1924 – মুম্বইয়ে গেটওয়ে অব ইন্ডিয়ার উদ্বোধন হয়।

1959- সেচ ও বিদ্যুৎ প্রকল্প রূপায়নের লক্ষ্যে ভারত ও নেপালের মধ্যে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়।

1991-  সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত ঘোষিত হয়।

1993-  ইয়েলৎসিনের অনুগত ট্যাংক ও সাঁজোয়া বাহিনী ১০ ঘণ্টা রক্তক্ষয়ী সংঘর্ষের পার্লামেন্ট ভবন দখল করে নেয় এবং ১০০০ বিদ্রোহীকে গ্রেফতার করে।