Thursday, April 25, 2024
দেশ

১২ বছরের নিচের শিশু ধর্ষণের সাজা ফাঁসি, মধ্যপ্রদেশ বিধানসভায় বিল পাশ

ভোপাল: মধ্যপ্রদেশে ১২ বছর বা তার কম বয়সীদের ধর্ষণের শাস্তি হতে চলেছে মৃত্যুদণ্ড। এ সংক্রান্ত বিলটিতে আগেই সিলমোহর দিয়েছিল রাজ্য মন্ত্রিসভা। সোমবার সর্বসম্মতিক্রমে মধ্যপ্রদেশ বিধানসভাতে বিলটি পাশ করা হয়েছে। ফলে দেশের মধ্যে মধ্যপ্রদেশই হল প্রথম রাজ্য যেখানে ধর্ষণে দোষীকে ফাঁসিতে ঝোলানো হবে।

এবার বিলটিকে আইনে পরিণত করার জন্য দরকার রাষ্ট্রপতির অনুমোদন। স্বরাষ্ট্রমন্ত্রী ভূপেন্দ্র সিংহ জানান, শীঘ্রই বিলটি অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (এ) ও ৩৭৬ (ডি,এ) অর্থাৎ ধর্ষণ ও গণধর্ষণ সংক্রান্ত অনুচ্ছেদে দোষীর মৃত্যুদণ্ড হবে।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান বলেন, ‘‘যারা শিশুদের ধর্ষণ করে, তারা মানুষ নয়, তারা পিশাচ। তাই তাদের বেঁচে থাকারও কোনও অধিকার নেই।’’

পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মহিলাকে বার বার উত্যক্ত করলে তা নতুন আইনে জামিন অযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। তাঁর কথায়, ‘‘মহিলাদের সম্মান না করে যারা অসম্মান করে, তাদের শাস্তি হবেই।’’