Saturday, July 27, 2024
খেলা

পুলওয়ামায় শহিদ জওয়ানদের সন্তানদের পড়াশোনার দায়িত্ব নিতে চাই: সহবাগ

নয়াদিল্লি: পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় নিহত শহিদ CRPF জওয়ানদের সন্তানদের পড়াশোনার খরচ বহনের প্রস্তাব দিলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ। টুইট করে আগেই শহিদ জওয়ানদের উদ্দেশে শ্রদ্ধা জানান বীরু। এবার আরও একধাপ এগিয়ে শহিদ জওয়ানদের সন্তানদের পড়াশোনার দায়িত্ব নেওয়ার ইচ্ছে প্রকাশ করলেন তিনি।

শনিবার টুইটারে সহবাগ লেখেন, শহিদ জওয়ানদের জন্য আমরা যাই করি না কেন, সেটাই কম হবে। তাও আমি ন্যূনতম যেটা করতে পারি তা হল সহবাগ ইন্টান্যাশনাল স্কুলে শহিদ জওয়ানদের ছেলেমেয়েদের পড়াশোনার পুরো দায়িত্ব নিতে চাই। নিজেকে সৌভাগ্যবান মনে করব।

সহবাগ জানান, হরিয়ানার ঝাঝর ও গুরগাঁওয়ে অবস্থিত সহবাগ আন্তর্জাতিক স্কুলে শহিদ জওয়ানের সন্তানদের বিনামূল্যে লেখাপড়ার ব্যবস্থা করা হবে। বীরুর এই টুইটের পর তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়া।

নেটিজেনদের কেউ বলছেন, এই পরিস্থিতিতে সহবাগ যে ইচ্ছে প্রকাশ করেছেন, তা সত্যিই প্রশংসার যোগ্য। কেউ আবার বলেছেন, অনেক সেলিব্রিটিরই তো স্কুল, এনজিও রয়েছে। কিন্তু তাঁরা কেউ সহবাগের মতো এগিয়ে আসেননি। সত্যিই অনেক বড় মন সহবাগের।