Thursday, December 5, 2024
দেশ

ফের রাজৌরিতে IED বিস্ফোরণে মৃত সেনা আধিকারিক

শ্রীনগর: পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনায় ফুঁসছে গোটা দেশ। এরমধ্যেই ফের বিস্ফোরণ জম্মু ও কাশ্মীরে। এবার রাজৌরি সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর IED বিস্ফোরণে এক সেনা অফিসারের মৃত্যু হয়েছে। IED নিষ্ক্রিয় করতে গিয়ে প্রাণ হারান ওই সেনা আধিকারিক।

জানা গিয়েছে মৃত আধিকারিক মেজর পদমর্যাদার। রাজৌরি সেক্টরের নওসেরাতে IED আছে খবর পেয়ে তল্লাশি চালাতে যান ওই সেনা আধিকারিক। সে সময় তাঁর মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে সীমান্তের দূরত্ব দেড় কিলোমিটারেরও কম।

বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরে পুলওয়ামায় CRPF কনভয়ে আত্মঘাতী হামলায় শহিদ হয়েছেন কমপক্ষে ৪৫ জন সেনা জওয়ান। এই ভয়াবহ হামলার দায় স্বীকার করেছে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদ।

বৃহস্পতিবার জঙ্গি হানার পর থেকেই দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে। বিশ্বের অন্য দেশেও তাঁর প্রভাব পড়েছে। ভারতের পাশে দাঁড়িয়ে আমেরিকা বলেছে, ভারতের আত্মরক্ষার অধিকার আছে। জঙ্গি হানায় ৪৫ জনেরও বেশি CRPF জওয়ানের মৃত্যুর ঘটনায় মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের ভারতের মুখ্য নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে ফোন করে বলেন, ভারতের আত্মরক্ষার পূর্ণ অধিকার আছে বলে মনে করে আমেরিকা।