Tuesday, December 10, 2024
দেশ

নৈতিক জয় হয়েছে সিবিআইয়ের: রবিশঙ্কর প্রসাদ

নয়াদিল্লি: আপাতত রাজীব কুমারকে গ্রেফতার নয়। তাঁকে সিবিআইয়ের সামনে হাজিরার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সিবিআইকে তদন্তে সহযোগিতার নির্দেশ দেওয়া হল রাজীব কুমারকে। শীর্ষ আদালতের এই নির্দেশকে সিবিআইয়ের নৈতিক জয় বলে আখ্যা দিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।

রবিশঙ্কর প্রসাদ বলেন, কিছু মানুষ এটাকে জয় হিসাবে দেখছেন। কিন্তু প্রশ্ন হল রাজীব কুমার কেন গত তিন বছরে হাজির হননি সিবিআই দফতরে। সারদা-নারদা-রোজভ্যালি অর্থলগ্নি দুর্নীতি কাণ্ডে কয়েক লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরপরও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন সব বিরোধীরা। এ বিষয়ে সত্যিই কিছু বলার নেই।

এদিকে, দেশের সর্বোচ্চ আদালতের এই নির্দেশকে ‘নৈতিক জয়’ বলেই আখ্যা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সুপ্রিম কোর্টের নির্দেশ, ২০ ফেব্রুয়ারির মধ্যে রাজীব কুমারকে হাজিরা দিতে হবে। শিলংয়ে সিবিআইয়ের মুখোমুখি হবেন রাজীব কুমার। তবে এখনই তাঁকে গ্রেফতার করা যাবে না।