উইকেটের পিছনে ধোনি থাকলে ক্রিজ ছেড়ে বেরোবেন না, টুইট আইসিসির
ওয়েলিংটন: চোখের পলক পড়ার আগেই স্ট্যাম্পে আলো জ্বলে ওঠে। সেকেন্ডের ভগ্নাংশে নিজের কাজ করে ফেলেন মহেন্দ্র সিং ধোনি। শুধু ধোনি ভক্তরাই নন, প্রশংসা শোনা যায় অনেক প্রাক্তন ক্রিকেটারের মুখেও। এ বার সেই দলে নাম লেখালো আইসিসিও।
ধোনির এই স্ট্যাম্পিং থেকে বাঁচার জন্য ব্যাটসম্যানদের সাবধান করা হয়েছে আইসিসির তরফে। সম্প্রতি জাপানি শিল্পী ও শান্তিরক্ষা কর্মী ইয়োকো ওনো একটি টুইট করেন। তাতে লেখা ছিল, আমাদের এমন কিছু উপদেশ দিন যাতে আমাদের জীবন সুখের ও শান্তির হতে পারে। এই টুইটের উত্তরে আইসিসি টুইট করে জানায়, উইকেটের পিছনে মহেন্দ্র সিং ধোনি থাকলে ভুল করেও ক্রিজ ছেড়ো না।
Never leave your crease with MS Dhoni behind the stumps! https://t.co/RoUp4iMpX6
— ICC (@ICC) 3 February 2019
রবিবার ওয়েলিংটনেশেষ ম্যাচে ব্যাট হাতে রান পাননি ধোনি। মাত্র ১ রান করেই আউট হন তিনি। ব্যাটে ব্যর্থ হলেও দুর্দান্ত উইকেটকিপিং করেন ধোনি। উইকেটের পিছনে তিনিই যে দ্রুততম, তা ফের প্রমাণ করলেন। ছ’নম্বরে ব্যাট করতে আসা জিমি নিশাম ৩২ বলে ৪৪ রান করেন। কেদার যাদবের বল মিস করতেই ধোনির হাতে এলবিডব্লিউ হন নিশাম। তবে এভাবে যে কাউকে রান আউট করা যায়, তা হয়তো এই ভিডিও না দেখলে সম্ভব নয়।
Well said @ICC pic.twitter.com/fbmi6Th5M8
— Aditya Sharma (@aadi_9110) 3 February 2019