পাকিস্তানের সঙ্গে ২০ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি করল সৌদি আরব
ইসলামাবাদ: পাকিস্তানের ঝিমিয়ে পড়া অর্থনীতি আর রিজার্ভ সংকটে থেকে প্রধানমন্ত্রী ইমরান খানের প্রয়োজন ছিল মোটা অংকের বিদেশী বিনিয়োগ। আর দেশ পরিচালনায় অর্থনৈতিক দুঃসময়ে ইমরানের পাশে এসে দাঁড়িয়েছেন সৌদি যুবরাজ মহম্মদ বিন সালমান। রবিবার দু,দিনের সফরে পাকিস্তানে এসে ২০ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি করেছে সৌদি আরব।
জ্বালানি, পেট্রোকেমিকেল, খেলাধুলা, খনিজসহ বিভিন্ন খাতে বিনিয়োগ চুক্তির অংশ হিসেবে ইসলামাবাদে যুবরাজ-ইমরান খানের বৈঠক হয়। বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী জানিয়েছেন, সৌদি-পাকিস্তান সম্পর্ক আগামীতে এমন এক জায়গায় নিয়ে যাওয়া হবে। যা আগে কখনও ছিল না।
আর বিনিয়োগ চুক্তিতে দুই দেশের সম্পর্ক উন্নয়নের আরও বেশি ভূমিকা রাখবে বলে মনে করেন সৌদি যুবরাজ। তাঁর মতে, অদূর ভবিষ্যতে পাকিস্তান গুরুত্বপূর্ণ দেশ হয়ে উঠতে যাচ্ছে। আর সেই প্রক্রিয়ায় অংশ নিতে চায় সৌদি আরব।
আর পাকিস্তানের এই উন্নয়নে অংশ নিতেই দেশটির বন্দর নগরী গোয়াদরে একটি ওয়েল রিফাইনারি স্থান করার জন্য আট বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করা হয়েছে।