Thursday, September 19, 2024
দেশ

পুলওয়ামা হামলা: স্টেডিয়াম থেকে সরানো হল পাকিস্তানি ক্রিকেটারদের ছবি

মোহালি: পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪৯ জন সিআরপিএফ জওয়ানের মর্মান্তিক মৃত্যুতে সারা দেশ শোকে মূহ্যমান। ভয়াবহ এই দায় স্বীকার করেছে পাকিস্থানি জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার প্রতিবাদে মোহালি স্টেডিয়াম থেকে সরিয়ে নেওয়া হল পাকিস্তানি ক্রিকেটারদের ছবি।

রবিবার মোহালি স্টেডিয়াম থেকে পাকিস্তানি ক্রিকেটারদের সব ছবি সরিয়ে দেয় পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন (PCA) কর্তৃপক্ষ। স্টেডিয়ামের করিডোর, ঘর ও গ্যালারি থেকে পাকিস্তানের একাধিক প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারদের ছবিও সরিয়ে দেওয়া হয়েছে।

PCA-এর কোষাধ্যক্ষ অজয় ত্যাগী জানিয়েছেন, অন্তত ১৫ টি ছবি সরানো হয়েছে। ছবিগুলির মধ্যে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি সহ শাহিদ আফ্রিদি ও জাভেদ মিঁয়াদাদের ছবি ছিলো। তিনি আরও বলেন, শহিদ জওয়ানদের প্রতি সম্মান জানাতে ও পকিস্তানের প্রতি ক্ষোভ প্রকাশ করতে এই ছবিগুলি সরিয়ে দেওয়া হয়েছে।

এছাড়া, ২০১১-এর বিশ্বকাপ সেমিফাইনালে ভারত-পাকিস্তান ম্যাচের ছবিও সরিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, আই এস বিন্দ্রা স্টেডিয়াম মোহালি স্টেডিয়াম নামে পরিচিত। বিশ্বের একাধিক সেরা ক্রিকেটারের ছবি রয়েছে এই স্টেডিয়ামে।