Wednesday, October 9, 2024
দেশ

সৌদি আরবের সঙ্গে জ্বালানি চুক্তি স্বাক্ষর ভারতের

বুয়েনস আইরেস: আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে জি২০ সম্মেলন চলাকালে সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমনের সঙ্গে পার্শ্ব বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় ভারতে তেল ও জ্বালানি সরবরাহের প্রস্তাব দেন যুবরাজ। মোদীকে সৌদি যুবরাজ বলেন, ভারতের জাতীয় বিনিয়োগ ও অবকাঠামো তহবিলে তিনি দ্রুতই প্রাথমিক বিনিয়োগ চূড়ান্ত করতে যাচ্ছেন।

সৌদি আরবের সঙ্গে প্রযুক্তি, জ্বালানি ও নিরাপত্তা ক্ষেত্রে চুক্তিবদ্ধ হয়েছে ভারত। এক শীর্ষ ভারতীয় কূটনীতিক বলেন, বন্দর, মহাসড়কসহ বিভিন্ন মেগাপ্রকল্প বাস্তবায়নে জাতীয় বিনিয়োগ ও অবকাঠামো তহবিল গঠন করছে ভারত। আর বিনিয়োগের জন্য ভবিষ্যতের বিভিন্ন প্রকল্পের কথাও উল্লেখ করেছেন যুবরাজ। পাশাপাশি সৌদি আরব অন্যান্য দেশ থেকে কৃষিপণ্য আমদানির বদলে তা ভারত থেকে নেয়ার কথা বিবেচনার ব্যাপারেও আলোচনা হয়েছে।

উল্লেখ্য, ভারত বিশ্বের তৃতীয় বৃহৎ তেল আমদানিকারক দেশ। ভারতের শোধনাগারে সৌদি তেল জায়ান্ট আরামকোর বিনিয়োগ নিয়েও মোদীর সঙ্গে আলোচনা করেন সৌদি যুবরাজ। ভারতের পশ্চিমাঞ্চলীয় উপকূলে একটি বিশাল শোধনাগার স্থাপন প্রকল্প নিয়েও তাদের কথা হয়।