‘বড়ভাই মোদী’কে পাশে নিয়ে সন্ত্রাসবাদ দমনে ভারতের পাশে সৌদি আরব
নয়াদিল্লি: সৌদি আরবের রাজপুত্র মহম্মদ বিন সলমন ভারতের মাটিতে পা রাখতেই প্রধানমন্ত্রী মোদীকে নিজের ‘বড় ভাই ‘ বলে সম্বোধন করেন। ভারত-সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করতেই এই সফর বলে জানিয়েছেন সলমন। ভারতীয় উপমহাদেশে সন্ত্রাসবাদ দমনে মোদী সরকারের পাশে থাকার আশ্বাস দিলেন সৌদি যুবরাজ।
মহম্মদ বিন সলমন বলেন, ‘সন্ত্রাসবাদ আমাদের সকলের চিন্তার বিষয়। আমরা এই ইস্যুতে ভারতের পাশে থাকব। সবরকম ভাবে সাহায্য করব। গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করব ভারতকে। সকলকে একসঙ্গে নিয়ে এগিয়ে চলব পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য।
Saudi Arabia Crown Prince Mohammed bin Salman: Extremism & terrorism are our common concerns.We would like to tell our friend India that we’ll cooperate on all fronts, be it intelligence sharing. We’ll work with everyone to ensure a brighter future for our upcoming generations. pic.twitter.com/io5oIvFzTX
— ANI (@ANI) February 20, 2019
এদিনের যৌথ সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুলওয়ামা হামলার প্রসঙ্গ সামনে আনেন। সন্ত্রাসবাদ দমনে ভারত ও সৌদি আরব যে সহমত পোষণ করছে, সেকথাও প্রধানমন্ত্রী জানিয়েছেন। মোদীর কথায়, যে দেশ সন্ত্রাসবাদে ইন্ধন যোগাচ্ছে, তাদের উপর আরও চাপ বাড়াতে সহমত হয়েছি আমরা।