Sunday, September 15, 2024
দেশ

ভারতের জন্য ১১৪ টি অত্যাধুনিক এফ-২১ যুদ্ধবিমান বানাচ্ছে লকহিড মার্টিন

বেঙ্গালুরু: ভারতের বিমান বাহিনীর জন্য নতুন মডেলের যুদ্ধবিমান বানাচ্ছে যুদ্ধপ্রযুক্তিতে পৃথিবীর অন্যতম সেরা মার্কিন প্রতিষ্ঠান লকহিড মার্টিন। পৃথিবীর অন্যতম বিধ্বংসী যুদ্ধবিমান এফ-২১ মডেলের ১১৪টি যুদ্ধবিমান ভারতেই বানানো হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। লকহিড জানিয়েছে, এই চুক্তির ফলে ভারতের মেক ইন ইন্ডিয়া কার্যক্রম আরও সফল হবে।

লকহিড মার্টিনস জানিয়েছে, ভারতীয় কোম্পানি টাটা অ্যাডভান্সড সিস্টেমের সঙ্গে যৌথ উদ্যোগেই এই যুদ্ধবিমান বানানো হবে। উল্লেখ্য, এর আগে ভারতের জন্য এফ-১৬ যুদ্ধবিমান বানানোর প্রস্তাবও দিয়েছিল লকহিড মার্টিন। তাদের দাবি, এফ-২১ ভারতের জন্যই বিশেষ ভাবে বানানো। এই প্রকল্প বাস্তবায়িত হলে যুদ্ধবিমান বানানোর পাশাপাশি যন্ত্রাংশ তৈরির প্রযুক্তিতেও অনেক এগিয়ে যাবে ভারত।

মার্কিন বায়ুসেনার জন্য গত পঁচিশ বছর ধরে একের পর এক অত্যাধুনিক যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন, রাডার সহ আরও নানা যুদ্ধাস্ত্র বানাচ্ছে লকহিড। আজকের দুনিয়ায় যুদ্ধশাস্ত্রে আমেরিকার শ্রেষ্ঠত্বের পিছনের লকহিডের ভূমিকা প্রশ্নাতীত।