Thursday, September 19, 2024
দেশ

প্রোটোকল ভেঙে বিমানবন্দরেই সৌদির যুবরাজকে অভ্যর্থনা মোদীর

নয়াদিল্লি: সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমনকে প্রটোকল ভেঙে বিমানবন্দরে অভ্যর্থনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমান থেকে নামার পরই সৌদি যুবরাজকে মোদী আলিঙ্গন করেন ও শুভেচ্ছা জানান। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লি পৌঁছান সৌদি যুবরাজ। এদিন বিমানবন্দরে শঙ্খধ্বনিতে স্বাগত জানানো হয় সৌদির যুবরাজকে। এ সফরে সন্ত্রাসবাদ ও বাণিজ্য নিয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

দু’দিনের ভারত সফরে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপররাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন যুবরাজ বিন সলমন। পুলওয়ামা ঘটনার আবহে ইসলামাবাদে গিয়ে ইমরান খানের সরকারের যে ভাবে ভূয়শী প্রশংসা করেন সলমন, এ দিন দিল্লি পৌঁছনোর পর কী বার্তা দেবেন, সে দিকে নজর রয়েছে কূটনৈতিক মহলের।

উল্লেখ্য, ভারতে আসার আগে সদ্য পাকিস্তানে সফর করেছিলেন যুবরাজ। পাকিস্তান সফরকালে ‘আঞ্চলিক শান্তি রক্ষা ও নিরাপত্তায়’ অবদানের জন্য ইসলামাবাদের প্রশংসা করেছেন সৌদি যুবরাজ। পাশাপাশি পাকিস্তানে তিনি ২০০ বিলিয়ন ডলার বিনিয়োগেরও ঘোষণা দিয়েছেন।