Sunday, October 6, 2024
রাজ্য​

শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করলো ইউনেস্কো

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিমবঙ্গের মুকুটে নয়া পালক। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন। রবিবার এমনটই ঘোষণা করলো ইউনেস্কো।

ইউনেস্কোর হেরিটেজের তালিকায় শান্তিনিকেতনের নাম ঘোষণা করা হতে পারে চলতি বছরের রবীন্দ্রজয়ন্তীর পরের দিনই ইঙ্গিত দিয়েছিল কেন্দ্র। রবিবার ইউনেস্কোর তরফে এই ঘোষণায় উচ্ছাসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


টুইটে মোদী বাংলায় লিখেছেন, “একথা জেনে আনন্দিত হলাম যে, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্ন ও ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের মূর্ত রূপ শান্তিনিকেতন উৎকীর্ণ হয়েছে ইউনেস্কোর বিশ্ব পরম্পরা তালিকায়। সব ভারতীয়ের কাছেই এ এক গর্বের মুহূর্ত।”

মমতা লিখেছেন, “আমি খুব আনন্দিত এবং গর্বিত যে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের শহর শান্তিনিকেতন এখন ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। বিশ্ববাংলার গর্ব, শান্তিনিকেতনকে লালন করেছেন কবি। প্রজন্মের পর প্রজন্ম একে সমর্থন করে গিয়েছেন বাংলার মানুষ।’’