Saturday, July 27, 2024
খেলা

জুনিয়র উইলম্বডন খেতাব জিতলেন প্রবাসী বাঙালি সমীর বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি: ইতিহাস গড়ে জুনিয়র উইলম্বডন খেতাব জিতলেন ১৭ বছর বয়সী সমীর বন্দ্যোপাধ্যায়। পুরোদস্তুর আমেরিকান হলেও পরিবারসূত্রে বাঙালি সমীর। ফাইনালে ভিক্টর লিলভকে ৭-৫, ৬-৩ ব্যবধানে উড়িয়ে দিলেন তিনি।

জয়ের পর সমীর বলেন, এটা দুর্দান্ত। এই জয় আমার কেন্দ্রবিন্দু হবে। এটার দিকে তাঁকিয়ে আমি খেলা চালিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত হব। আশা করছি, পেশাদার হিসেবে এখানে ফিরে আসতে পারব।

সমীরের জয়ের পর উইম্বলডন টুইটে লিখেছে, নামটা মনে রাখবেন – সমীর বন্দ্যোপাধ্যায়। ছেলেদের সিঙ্গলস ফাইনালে ভিক্টর লিলভকে হারিয়ে প্রথম গ্র্যান্ডস্ল্যাম সিঙ্গলস খেতাব জিতল আমেরিকান।


সমীরের বাবা কুণাল বন্দ্যোপাধ্যায় অসমের বাসিন্দা। মা অন্ধ্রপ্রদেশের মেয়ে। কাজের সুবাদে ১৯৮০ সালে সমীরের পরিবার আমেরিকায় চলে যায়। বর্তমানে নিউ জার্সির বাসিন্দা তাঁরা। বাবা-মা ছাড়া সমীরের এক দিদি রয়েছে। সমীরের জন্ম আমেরিকায়। পড়াশোনা থেকে বড় হয়ে ওঠা সবকিছু মার্কিন মুলুকে৷ ‘বন্দ্যোপাধ্যায়’ পদবির জেরেই ফাইনালে টেনিস কোর্টে ভারতীয়দের সমর্থন পেয়েছেন সমীর।

সমীরের এই জয় মোটেও অপ্রত্যাশিত ছিল না। গত বছর থেকেই ভালো ফর্মে রয়েছেন সমীর। ২০২০ সালে ক্লে কোর্টে ৪টি খেতাব জিতেছিলেন। জুনিয়র উইম্বলডন ধরে জুনিয়র পর্যায়ে সবমিলিয়ে ষষ্ঠ খেতাব জিতলেন সমীর।