Thursday, December 5, 2024
কলকাতা

ফের বাড়ল জল্পনা, একই মঞ্চে শোভন-বৈশাখী ও সব্যসাচী

কলকাতা: রাজনৈতিক মহলের জল্পনা উসকে দিয়ে এবার এক মঞ্চে বক্তব্য রাখতে উঠছেন বেশ কিছু দিন ধরেই বিতর্কের কেন্দ্রে থাকা কলকাতার প্রাক্তন মেয়র ও মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের বিধায়ক শোভন চট্টোপাধ্যায়, তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং বিধাননগর পুরসভার মেয়র সব্যসাচী দত্ত। কলকাতা আইসিসিআর যামিনী রায় গ্যালারিতে রবিবার সন্ধ্যা ৬ টায় শুরু হবে এই আলোচনা সভা।

অরাজনৈতিক অনুষ্ঠান হলেও, লোকসভা ভোটের ঠিক আগেই এই তিন জনের একসঙ্গে একটি অনুষ্ঠানে যাওয়া নিয়ে উঠছে প্রশ্ন। কারণ, এই তিন জনই বিজেপিতে যোগ দিতে পারেন, এই জল্পনা উঠেছে বিভিন্ন সময়ে।

‘ইন্টারফেস অব রিলিজিয়ন, স্পিরিচুয়ালিটি অ্যান্ড পলিটিকস ইন টুডেজ বেঙ্গল’, অর্থাৎ ‘আজকের বাংলায় ধর্ম, আধ্যাত্মিকতা এবং রাজনীতির অন্তর্নিহিত সম্পর্ক’ এই বিষয়ের উপরই হবে আলোচনা সভা। এই আলোচনা সভাই বক্তা ও প্রধান অতিথি শোভন চট্টোপাধ্যায় এবং সম্মানীয় অতিথি সব্যসাচী দত্ত। বক্তা তালিকায় আছেন কলকাতার একটি কলেজের অধ্যক্ষ এবং শোভনের ‘বন্ধু’ বৈশাখী বন্দোপাধ্যায়। আমন্ত্রণ জানানো হয়েছে ভারত সেবাশ্রম সংঘের দিব্যানন্দ মহারাজকেও।