Tuesday, March 25, 2025
দেশ

অগাস্টা দুর্নীতিতে অভিযুক্ত কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল: ইডি

নয়াদিল্লি: লোকসভা ভোটের আগে কংগ্রেসের অস্বস্তি বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)। কারণ সেই অগস্টা-ওয়েস্টল্যান্ড ভিভিআইপি চপার কেলেঙ্কারি। দিল্লি কোর্টে বৃহস্পতিবার যে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে ইডি, তাতে দাবি করা হয়েছে চপার কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত সনিয়া গান্ধীর রাজনৈতিক পরামর্শদাতা তথা কংগ্রেসের কোষাধ্যক্ষ আহমেদ প্যাটেল।

‘ফ্যাম’ কথাটির অর্থ ‘ফ্যামিলি’- স্পষ্ট অর্থেই একটি নির্দিষ্ট পরিবারের কথা বলা হয়েছে। রয়েছে ‘মিসেস গান্ধীর’ নামও। ওই চার্জশিটে দাবি করা হয়েছে, অগস্টা ওয়েস্টল্যান্ড কোম্পানির ১২টি চপার কেনার সময় কমিশন গিয়েছে বায়ুসেনার একাধিক আধিকারিক, কূটনীতিক, সংবাদমাধ্যমের লোকজন ও রাজনীতিবিদদের ঘরে। ওই ১২টি চপার কিনতে খরচ হয় ৩৬০০ কোটি টাকা। এর একটা মোটা অঙ্ক কমিশন হিসেবে দেওয়া হয়।

অগাস্টা ওয়েস্টল্যান্ড কাণ্ডে মিডলম্যান ক্রিশ্চিয়ানকে গতবছরের ডিসেম্বরে গ্রেফতার করে ভারতে আনা হয়। সেই জেরায় মিসেস গান্ধীর নাম উল্লেখ করেছে বলে ইডি দাবি করেছে। সেখানে আরও উল্লেখ করা হয়েছে, দ্য সন অফ দ্য ইটালিয়ান লেডি’ যিনি কি না ‘দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন।

ইডি জানিয়েছে, এই দুর্নীতিতে অন্তত ১২ শতাংশ কমিশন হিসেবে দেওয়া হয়েছে। অর্থাৎ কমিশন দেওয়া হয়েছে ৪৩২ কোটি টাকা।