Saturday, July 27, 2024
রাজ্য​

রাজ্য যুব তৃণমূল সভানেত্রী হলেন সায়নী ঘোষ

কলকাতা: একুশের বিধানসভা ভোটে জিতে টানা তিনবার পশ্চিমবঙ্গের মসনদে মমতার তৃণমূল। বিরাট জয়ের পর দলের প্রথম ওয়ার্কিং কমিটির বৈঠকে পদোন্নতি হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হলো তাকে। অন্যদিকে, রাজ্য যুব তৃণমূল সভানেত্রী করা হলো সায়নী ঘোষকে।

সায়নীকে সভানেত্রীর পদ দেওয়ায় দলে মহিলাদের গুরুত্ব যথেষ্ট বাড়লো বলে মনে করা হচ্ছে। বিধানসভা ভোটে জিততে না পারলেও রাজনীতির ময়দানে নেমেই যথেষ্ট পরিচিতি ও সুখ্যাতি অর্জন করেছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সায়নীর ভূয়সী প্রশংসা করেন। এবার উপহার হিসেবে দেওয়া হলো নতুন এই পদ।

আসানসোলে অগ্নিমিত্রা পালের কাছে হেরে যান সায়নী। দলের সাধারণ সম্পাদক করা হয়েছে কুণাল ঘোষকে। সম্পাদক করা হয়েছে সায়ন্তিকাকে। শ্রমিক সংগঠনের সভাপতি হয়েছেন ঋতব্রত বন্দোপাধ্যায়কে।

দলের সর্বভারতীয় মহিলা সভানেত্রী করা হয়েছে কাকলি ঘোষ দস্তিদারকে। খেত–মজুর সংগঠনের সভাপতি করা হয়েছে পূর্ণেন্দু বসুকে। তৃণমূল কংগ্রেসের সাংস্কৃতিক সেলের সভাপতি করা হয়েছে রাজ চক্রবর্তীকে। বঙ্গ জননী সভাপতি করা হয়েছে মালা রায়কে।