Tuesday, June 24, 2025
দেশ

মুম্বাইয়ে নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৬

মুম্বাই: ১৬ বছরের এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে ৬ জনকে গ্রেফতার করল মুম্বাই পুলিশ। বাণিজ্য নগরী মুম্বাইয়ের মালবানি এলাকায় এই গণধর্ষণের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা ও পসকো আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, মুম্বাইয়ে মালবানি এলাকায় ১৬ বছর বয়সী ওই নাবালিকাকে গণধর্ষণ করা হয়। এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ নং ধারা ও পসকো আইনে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।


গ্রেফতার হওয়া ৬ জনের মধ্যে নাম জড়িয়েছে এক অভিনেতারও। টেলিভিশন অভিনেতা পার্ল ভি পুরিকে (Pearl V Puri) । জনপ্রিয় ‘নাগিন’ ধারাবাহিকের অভিনেতা তিনি। ২০১৯ সালে ধর্ষিতা এবং তার মা অভিযোগ দায়ের করেছিলেন। দু’বছর বাদে সেই ঘটনায় গ্রেফতার করা হল ৬ জনকে। মুম্বাই পুলিশের ডিসিপি সঞ্জয় পাটিল জানিয়েছেন, এই মুহূর্তে পুলিশি হেফাজতে আছেন পার্ল ভি পুরি।

পুলিশ জানিয়েছে, সিরিয়ালে অভিনয়ের সুযোগ দেওয়ার লোভ দেখিয়ে ওই নাবালিকার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন পার্ল ভি পুরি। এমনটাই অভিযোগ নির্যাতিতার।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত দীর্ঘ ৫ বছর ধরে।