তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন অভিষেক
কলকাতা: শনিবার তৃণমূলের ওয়ার্কিং কমিটির (TMC Working Committee Meeting) গুরুত্বপূর্ণ বৈঠক ছিলো। প্রত্যাশিতভাবেই বড় পদ দেওয়া হল অভিষেক বন্দোপাধ্যায়কে (Abhishek Banerjee)। তৃণমূলের সর্বভারতীয় স্তরে সাধারণ সম্পাদক করা হলো অভিষেক বন্দোপাধ্যায়কে। যুব তৃণমূলের রাজ্য সভাপতি পদ পেলেন সায়নী ঘোষ (Saayoni Ghosh)।
এদিন ওয়ার্কিং কমিটির বৈঠকে অভিষেক রাজ্য সভাপতি পদ থেকে ইস্তফা দেন। উল্লেখ্য, একুশে বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপির বিজয় রথকে থামিয়ে দিয়েছে তৃণমূল। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মমতাকেই বিরোধী মুখ হিসেবে দেখা হচ্ছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল শিবিরে এই রদবদল বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটের প্রচারে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী থেকে শুরু করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ সকলের মুখে ‘ভাইপো’ তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা গিয়েছে। সেদিক দিয়ে বলা চলে বিরোধীরাও অভিষেককে আলাদা রকম গুরুত্ব দিয়ে দেখছে।
এছাড়া রাজ্য সভাপতি করা হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়কে। মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য নেত্রী করা হয়েছে কাকলি ঘোষ দস্তিদারকে। কৃষক সংগঠনের সভাপতি করা হয়েছে পূর্ণেন্দু বসুকে। ৮টি জেলার জেলা সভাপতি পরিবর্তন করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর সাফ হুঁশিয়ারি, কোনও অবস্থায় দুর্নীতির সঙ্গে জড়ানো যাবে না। মানুষের কাছাকাছি থাকলে হলে লালবাতি ওয়ালা গাড়ির ব্যবহার কমাতে হবে। সরকার ও দলের সমন্বয় বাড়াতে হবে।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত দীর্ঘ ৫ বছর ধরে।