Sunday, May 12, 2024
আন্তর্জাতিক

মসজিদে মাইক ব্যবহার নিষিদ্ধ করল রুয়ান্ডা

মারাত্মক শব্দ দূষণ ঘটায়, এমন কারণ দেখিয়ে রাজধানী কিগালির সকল মসজিদে মাইক ব্যবহার নিষিদ্ধ করেছে পূর্ব-মধ্য আফ্রিকার দেশ রুয়ান্ডা। দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিদিন পাঁচ বার প্রার্থনার সময় ওইসব মসজিদগুলো থেকে উচ্চমাত্রার শব্দ ছড়ায়, যার কারণে নেয়ারুগেঙ্গে জেলায় অবস্থিত দেশটির সবচেয়ে বৃহৎ মসজিদের আশপাশের বাসিন্দারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন।

তবে মুসলমানদের একটি সংগঠন এ সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, তারা আমাদের আওয়াজের মাত্রা কমিয়ে দেয়ার কথা বলতে পারতেন। কিন্তু সরকার জানায়, এ নিষেধাজ্ঞা মুসলমানদেরকে মেনে চলতে হবে।

এর আগে গত মাসে নির্মাণ আইনবিধি বহির্ভূতভাবে নির্মিত হওয়া ও শব্দ দুষণের কারণে দেড় হাজার গির্জাও বন্ধ করে দেয়া হয়েছে দেশটিতে।

উল্লেখ্য, দেশটির জনসংখ্যার বেশিরভাগই খ্রিস্টান ধর্মের অনুসারী, যেখানে মাত্র ৫ শতাংশ মানুষ মুসলিম। তবে রুয়ান্ডা প্রশাসন আশা করছে যে, নতুন এ নিয়মের সঙ্গে মুসলমানরা দ্রুত খাপ খাইয়ে নেবে।