Wednesday, April 24, 2024
দেশ

‘কংগ্রেস ফাইলস’, কংগ্রেস মানেই দুর্নীতি, মনমোহন সিং সরকারের আমলে লুট ৪৮,২০,৬৯,০০০০০০০ টাকা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিজেপি রবিবার একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে ইউপিএ সরকারের অধীনে ব্যাপক দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে।

বিজেপির অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে “কংগ্রেস ফাইলস” নামে ভিডিও সিরিজের প্রথম পর্ব পোস্ট করেছে। ভিডিওতে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর নেতৃত্বাধীন সরকারের 2G কেস, কয়লা কেলেঙ্কারি এবং কমনওয়েলথ গেমস সারি সহ বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ করেছে।


তিন মিনিটের ভিডিওতে বলা হয়েছে, ২০০৪ সাল থেকে ২০১৪ সাল অবধিই শুধুমাত্র কংগ্রেসের আমলে 48,20,69,00,00,000 টাকা লুট করা হয়েছে। এই দুর্নীতির পিছনে মনমোহন সিং এবং সোনিয়া গান্ধী সরাসরি জড়িত বলে বিজেপি দাবি করেছে।

বিজেপি বলেছে, কংগ্রেস লুঠ করা টাকা দিয়ে নৌসেনার জন্য ২৪টি যুদ্ধ জাহাজ আইএনএস বিক্রান্ত, ৩০০টি রাফায়েল বিমান এবং ১০০০ বার মঙ্গল অভিযান করা যেত। কিন্তু কংগ্রেসের সীমাহীন দুর্নীতির কারণে দেশ পিছিয়ে গিয়েছে।

ভিডিওতে বলা হয়েছে, ‘কংগ্রেস ফাইলস-টু’তে পেইন্টিং কেলেঙ্কারির কথা তুলে ধরা হবে।