Tuesday, April 29, 2025
দেশ

‘ক্ষমতায় এলে দাঙ্গাবাজদের উল্টো করে ফাঁসিতে ঝোলানো হবে’, বিহারে হুঙ্কার অমিত শাহের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জিতে ক্ষমতায় ফিরলে দাঙ্গাবাজদের উল্টো করে ফাঁসিতে ঝোলানোর হুঙ্কার দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে বর্তমানে অশান্ত বিহার। নালন্দায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্ধ ইন্টারনেট পরিষেবা। এর মধ্যেই বিহার সফরে গিয়েছেন তিনি।

রবিবার অমিত শাহ বলেন,”২০২৪ লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একক সংখ্যাগরিষ্ঠতা এনে দিন। ২০২৫ বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি জিতলে দাঙ্গাবাজদের ফাঁসিতে উল্টো করে ঝোলানো হবে।”

বিহারের হিসুয়ার একটি জনসভায় যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সাসারামে যাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু নিরাপত্তার কথা মাথায় রেখেই তাঁকে সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। তবে পরের বার বিহারে এলে অবশ্যই সাসারামে যাব।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত দীর্ঘ ৫ বছর ধরে।