এবার সুলতানপুরের নাম পরিবর্তন চেয়ে যোগীকে চিঠি লিখলেন স্বয়ং রাজ্যপাল
লখনউ: মুঘলসরাই, এলাহাবাদের পর উত্তরপ্রদেশের আরও একটি জেলার নাম পরিবর্তনের দাবি উঠল। আর এবার কোনও রাজনীতিক এই দাবি তোলেননি, দাবি জানিয়েছেন খোদ রাজ্যপাল রাম নায়েক।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লিখে সুলতানপুর জেলার নাম কুশ ভবনপুর রাখার প্রস্তাব দিয়েছেন তিনি। তবে সুলতানপুরের নাম পরিবর্তনের দাবি অনেকদিনের। গত বছরই বিজেপি বিধায়ক দেবমানী দ্বিবেদী এই দাবি তুলেছিলেন।
Uttar Pradesh Governor Ram Naik writes to CM Yogi Adityanath informing him of a delegation which met Governor with the demand to rename Sultanpur as ‘Kushbhawanpur’ (file pics) pic.twitter.com/WHudpdVaAu
— ANI UP (@ANINewsUP) 31 March 2019
দেবমানী দ্বিবেদীর দাবি ছিল, আলাউদ্দিন খিলজি ভারতে আসার পর জেলার নাম পরিবর্তন করে সুলতানপুর রাখেন। এখন আবার ফিরিয়ে আনতে হবে গৌরব। তাই রাম পুত্র কুশের নাম অনুসারে জেলার নাম রাখা হোক কুশ ভবনপুর।
বিজেপি বিধায়কের এই দাবির পর চিঠি দিলেন স্বয়ং রাজ্যপালও। কিন্তু একজন সাংবিধানিক পদে থাকা ব্যক্তি এমন দাবি কি তুলতে পারেন? প্রশ্ন তুলেছেন বিজেপি বিরোধীরা।