প্রতিবাদের এক নতুন ভাষা
নিজস্ব প্রতিবেদন: যেখানে গোটা শহর এবং রাজ্য জুড়ে মিছিল, সভা এবং অবরোধের ভাষায় প্রতিবাদ চলছে, দক্ষিণ কলকাতার এক বেসরকারি সংস্থা তুলে নিয়েছে এক নতুন প্রতিবাদ এর মাধ্যমে। হেলপিং হ্যান্ড (Helping Hand) নামক এই সংস্থা তাদের বার্ষিকী শিল্প প্রদর্শনী ‘নুমাইশ’ এর মাধ্যমে সাম্প্রতিক অভয়া কান্ডের এবং নারী নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তুলেছে।
১৪ ও ১৫ই সেপ্টেম্বরের দু’দিন ব্যাপী এই প্রদর্শনীর মূল থিম ‘No Means No’ – যা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে হেল্পিং হ্যান্ড এর বক্তব্য। অনুষ্ঠানের উদ্বোধন করেন আর জি কর মেডিকেল হাসপাতাল এর তিন জুনিয়র ডাক্তার। এ ছাড়া উপস্থিত ছিলেন বহু মাননীয় অতিথি, যেমন এশিয়ান যোগ চ্যাম্পিয়নশিপ বিজয়ী শ্রীমতি সুস্মিতা দেবনাথ এবং তারাসুন্দারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতি মোনালিসা মাইতি। সঙ্গে ছিলেন Opportunity Cafeর সিনিয়র ম্যানেজার শ্রী দীপঙ্কর অধিকারী ও Mother’s Army থেকে ডাক্তার প্রীতি দাস।
“প্রত্যেকেই নিজদের নিজেদের মত করে প্রতিবাদ করছেন। একজন ক্রীড়াবিদ হিসেবে আমার কাছে আমার খেলা টাই সব, তেই আমি নিজের স্বর্ণ পদকটি তুলে দিয়েছি তিলোত্তমার মা-বাবার হাতে”, বলেছেন সুস্মিতা দেবনাথ।
“মানুষ গড়ে ওঠার কাজ টা আমাদের সবার দায়িত্ব। Value Education টা এখন সব থেকে দরকার হয়ে উঠেছে। আমার ভালো লেগেছে যে হেলপিং হ্যান্ড বাকি বেসরকারি সংস্থা দের নিয়ে যে ভাবে এগিয়ে চলেছে টা সত্যি অসাধারণ এক প্রচেষ্টা। মানুষ গড়ার এই প্রচেষ্টা কে আমি সাধুবাদ জানাই। আমরা যেন এই প্রতিবাদ না ভুলি”, বলেছেন মোনালিসা মাইতি।
নুমাইশ ২০২৪ এর একটি উল্লেখযোগ্য জিনিস হল, এই প্রদর্শনীর প্রতি টা স্টলে মহিলা প্রতিনিধি ছিল; হয় মালিক, নয় সহকর্মী বা সহায়ক হিসেবে। স্থানীয় শিল্পীদের নিয়ে আয়োজিত এই প্রদর্শনী থেকে সংগৃহীত অর্থ দাতব্য কাজে ব্যবহার করা হবে।