Wednesday, October 9, 2024
দেশ

ফেসবুকে ভারত বিরোধী পোস্ট করায় বাংলাদেশি নাগরিকের ভিসা বাতিল

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতে এসেই ফেসবুকে ভারত বিরোধী পোস্ট। এই ঘটনায় বাংলাদেশি নাগরিক মহম্মদ আলমগীরের ভিসা বাতিল করলো ভারতের বিদেশমন্ত্রক। জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর পাসপোর্টে ভারতে এসেছিলেন আলমগীর। ভারতে এসেই ফেসবুকে ভারত বিরোধী বিদ্বেষমূলক পোস্ট করেন আলমগীর। বাংলাদেশি ওই যুবকের পোস্ট ভাইরাল হয়। এরপরই নড়েচড়ে বসে বিদেশমন্ত্রক। 

ওই বাংলাদেশি নাগরিককে চিহ্নিত করা হয়। রবিবার সন্ধ্যায় চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরই আলমগীরের ভিসা বাতিল করে কালো তালিকাভূক্ত করে দেয় বিদেশমন্ত্রক। এর ফলে ভবিষ্যতে আর কখনও ভারতে আসতে পারবেন না মহম্মদ আলমগীর।