‘ফাস্ট ট্র্যাক কোর্টে মামলা, দরকার হলে ফাঁসি দেওয়া হোক দোষীকে’, আরজি কর হাসপাতাল কান্ডে কড়া বার্তা মমতার
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আরজি কর হাসপাতালে পড়ুয়ারত তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল গোটা বাংলা। এই পরিস্থিতিতে কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। চিকিৎসকের মৃত্যুর ঘটনায় অভিযুক্তকে কোনওভাবেই রেয়াত করা হবে না, তা স্পষ্ট করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ফাস্ট ট্র্যাক কোর্টে মামলা নিয়ে গিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ফাঁসির পক্ষে আমি নই। তবে কোনও কোনও ঘটনায় দোষীকে শিক্ষা দেওয়ার জন্য এরকম শাস্তি দরকার, যাতে আর কেউ এই ধরনের অপরাধ করার সাহস না পায়।’
সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে মমতা বলেন, ‘আমি নির্দেশ দিয়েছি, ফাস্ট ট্র্যাক কোর্টে মামলা নিয়ে গিয়ে, দরকার হলে ফাঁসির আবেদন জানানো হোক। অভিযুক্ত কালপ্রিটের কোনও ক্ষমা নেই।’