Saturday, September 14, 2024
দেশ

জঙ্গি হামলায় শহিদ পরিবারের সন্তানদের সম্পূর্ণ দায়িত্ব নিতে চান আম্বানিরা

মুম্বাই: কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় শহিদ ৪৯ সিআরপিএফ জওয়ানের সন্তানদের সম্পূর্ণ দায়িত্ব নিতে আগ্রহী নীতা আম্বানির রিলায়েন্স ফাউন্ডেশন।

শনিবার রিলায়েন্স ফাউন্ডেশন জানিয়েছে, শুধুমাত্র শহিদ জওয়ানদের সন্তানদের পড়াশোনার যাবতীয় খরচ জোগানো নয়, ভবিষ্যতের কথা ভেবে প্রয়োজনে চাকরির দায়িত্বও নেবে রিলায়েন্স ফাউন্ডেশন।

মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি আরও জানিয়েছেন, আমাদের হাসপাতাল প্রস্তুত রয়েছে। প্রয়োজনে সেখানে আহত জওয়ানদের চিকিত্‍‌সাও করানো হবে। সরকার জওয়ানদের যেকোনও দায়িত্ব তাদের উপর দিতে পারে বলেও জানিয়ে দেয় রিলায়েন্স ফাউন্ডেশন।

উল্লেখ্য, কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হানায় নিহত জওয়ানদের সন্তানদের পড়াশোনোর যাবতীয় খরচ দিতে চেয়েছেন বীরেন্দ্র সহবাগ। শনিবার টুইটারে প্রাক্তন ভারতীয় ওপেনার এই প্রস্তাব দিলেন। সঙ্গে জানান, নিহতদের অসহায় সন্তানদের শিক্ষার দায়িত্ব নেওয়াটা তাঁর কাছে বিরাট সম্মানের।