Saturday, July 27, 2024
দেশ

ফের রেপো রেট কমালো আরবিআই, সস্তা হতে পারে বাড়ি-গাড়ির ঋণ

নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের আগে সুদের হার কমালো, ভারতীয় রিজার্ভ ব্যাংক। বৃহস্পতিবার ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফে জানানো হল, কমানো হয়েছে রেপো রেট। ০.২৫ শতাংশ অর্থাত্‍ ২৫ বেসিস পয়েন্ট কমল সুদের হার। ৬.২৫ শতাংশ থেকে কমে তা এসে দাঁড়াল ৬ শতাংশে।

সুদের হার কমানোর ফলে কমতে পারে ইএমআই, সস্তা হতে পারে গাড়ি ও গৃহঋণ। বৃহস্পতিবার ছিল তিন দিনের এমপিসি-র শেষ বৈঠক। রেপো রেট কমানোর পক্ষে মতামত পোষণ করেছেন ছ’জন এমপিসি সদস্যের মধ্যে ৪ জন সদস্য, বিপক্ষে মতামত পোষণ করেছেন দু’জন। এরপরই ০.২৫ বেস পয়েন্ট রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিয়েছে আরবিআই।

আরবিআই জানিয়েছে, ২০১৯-২০ অর্থবর্ষে জিডিপি লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৭.২ শতাংশ, পূর্বে লক্ষ্যমাত্রা ছিল ৭.৪ শতাংশ। ২০১৮ সালের অক্টোবর – ডিসেম্বর ত্রৈমাসিকে ভারতের জিডিপি ছিল ৬.৬ শতাংশ। রেপো রেট কমানোয় উপকৃত হবে দেশের সাধারণ মানুষে। আগামীদিনে কমতে পারে ঋণের সুদের হারও।